দিরাই-শাল্লা জাতীয়তাবাদী পরিবার ফ্রান্স শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার (৩ আগস্ট) প্যারিসের একটি কমিউনিটি হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাহির রায়হান চৌধুরী (পাবেল)।
সভায় এডভোকেট তাহির রায়হান চৌধুরী বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার রাজনৈতিক জীবনের শক্তি। দিরাই-শাল্লার মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমার প্রধান লক্ষ্য।
তিনি প্রবাসীদের রাজনৈতিক সাহসিকতার প্রশংসা করে বলেন, দেশের সংকটে প্রবাসীদের অবদান বিএনপির জন্য অনুপ্রেরণাদায়ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপি নেতা ও দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী এনাম। পরিচালনা করেন যুবনেতা জাবেদ চৌধুরী ও জানে আলম। কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাহমুদুল হাসান।
প্রধান বক্তা ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন-ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক বুলু, জমিনুল হক, সিরাজুল ইসলাম মিয়া, সহ-সভাপতি এমএ রহিম, রশিদ পাঠওয়ারী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, জুনেদ আহমদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক শাহীন মিয়াসহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা, বিশেষ করে দিরাই, শাল্লা, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার এবং দেশের বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা। বক্তব্য রাখেন মতি মিয়া সরদার, মোহাম্মদ আলী হোসেন, রতন মিয়া, এনাম সরদার, ফয়জুর রহমান, হুমায়ুন সরদার, সামাদুর রহমান অপু, মোহাম্মদ আলী চৌধুরী, নুর হোসেন জমির, সুহেল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, দিরাই-শাল্লা দীর্ঘদিন অবহেলিত। শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে তেমন অগ্রগতি হয়নি। এখন সময় এসেছে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এ অঞ্চলের জনগণের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হওয়ার।
তাদের মতে, তাহির রায়হান চৌধুরী পাবেল একজন শিক্ষিত, দক্ষ ও আদর্শবান নেতা। তার নেতৃত্বে দিরাই-শাল্লা আবারও উন্নয়নের পথে অগ্রসর হতে পারে।
আপনার মতামত লিখুন :