গ্রিসের রাজধানী এথেন্সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নরসিংদীর প্রবাসী এনামুল সরকার (৪৪)। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে কিথিস যাওয়ার পথে পেট্টরেলি-আগিয়া ইয়ানিস রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল সরকারের বাড়ি নরসিংদী শহরের সাহেপ্রতাপ এলাকায়। তিনি হাজী সামাদ সরকারের ছোট ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই আমিন সরকার ও রেজাউল করীম সরকার।
আমিন সরকার রূপালী বাংলাদেশকে বলেন, কাজে যাওয়ার সময় স্কুটিতে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে এনামুল নিহত হন।
‘ভাইয়ের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। সব প্রক্রিয়া শেষ করে দেশে আনতে ৫ থেকে ৭ দিন সময় লাগতে পারে’, যোগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে ইউরোপের দেশ গ্রিসে বসবাস করে আসছিলেন এনামুল সরকার। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি কর্মস্থলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। কিন্তু পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন স্কুটি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন এনামুল। পথে হঠাৎ একটি মোটরসাইকেল তার স্কুটিকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনামুলের মৃত্যুর খবরে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার জানায়, এনামুল ছিলেন সংসারের প্রধান ভরসা। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় পরিবারের সবাই ভেঙে পড়েছেন।
এনামুলের চাচাতো ভাই রেজাউল করীম সরকার বলেন, ‘সবাই ওনার ও পরিবারের জন্য দোয়া করবেন।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন