দোয়া মাসুরা বা দোয়া মাসুরা হলো একটি বিশেষ দোয়া যা মুসলিমরা আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করতে ব্যবহার করেন। এটি কিছু বিশেষ পরিস্থিতিতে পড়া হয়, যেমন কোনো বিপদ বা সমস্যা থেকে মুক্তি চাওয়ার জন্য বা আল্লাহর কাছে তাওবা করার জন্য।
দোয়া মাসুরা বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাছীরাওঁ ওয়া লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ওয়ার হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম।
অর্থ:
অর্থ হে আল্লাহ্! আমি নিজের উপর অনেক জুলুম করেছি। আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। আপনার পক্ষ থেকে আমাকে তা ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।’
দোয়া মাসুরা কখন পড়তে হয়
নামাজের শেষ বৈঠকে প্রথমে আত্তাহিয়াতু, তারপর দরুদ শরিফ, সবশেষে দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হয়। কোন কারণে দোয়া মাসুরা পড়তে না পারলে সমস্যা নেই।
আপনার মতামত লিখুন :