অবিশ্বাস্য এক অঘটনের জন্ম দিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।
এর আগে রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ইন্টার মিলানকে বিদায় করে অঘটন ঘটিয়েছিল। এবার আল হিলাল সেই ধারা বজায় রাখলো, যা ফিফার অফিসিয়াল টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে এশিয়ান কোনো ক্লাবের প্রথম জয়।
এর মাধ্যমে শেষ হলো ইউরোপীয় দলের বিপক্ষে এশিয়ান ক্লাবগুলোর টানা ২০ ম্যাচের জয়খরাও।
অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুটা অবশ্য ম্যানচেস্টার সিটির পক্ষেই ছিল। ম্যাচের ৯ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল।
প্রথমার্ধে বল দখল ও আক্রমণে সিটি এগিয়ে থাকলেও আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভে একাধিকবার গোলবঞ্চিত হয় তারা। বুনু একাই ১০টি সেভ করে আল হিলালের জয়ের অন্যতম নায়ক বনে যান।
বিরতির পরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আল হিলাল। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে সমতা ফেরে। এর মাত্র ৬ মিনিট পর ম্যালকমের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নেইমারের সাবেক ক্লাবটি।
যদিও এই লিড ৩ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা, আর্লিং হলান্ডের গোলে ফের সমতা ফেরায় সিটি। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও ম্যাচের নাটকীয়তা বজায় থাকে। ৯৪ মিনিটে কালিদু কুলিবালির গোলে আল হিলাল ৩-২ গোলে এগিয়ে যায়, কিন্তু ১০৪ মিনিটে ফিল ফোডেনের গোলে সিটি আবার ম্যাচে ফেরে।
তবে ম্যাচের ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় এবং আল হিলালের পক্ষে জয়সূচক গোলটি করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ম্যানচেস্টার সিটি।
এই ঐতিহাসিক জয়ের ফলে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে আল হিলাল।
আপনার মতামত লিখুন :