ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে এ রকম নতুন একটি আইন অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। পাশাপাশি স্টারলিংকসহ অননুমোদিত ইন্টারনেট ব্যবহারেও শাস্তির বিধান রাখা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, সোমবার (৩০ জুন) এই আইন পাস হয়। এতে বলা আছে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে যেকোনো রকম সহযোগিতা ‘পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি’র শামিল। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
আইনে আরও উল্লেখ করা হয়, শত্রু রাষ্ট্রের পক্ষে ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের পরিপন্থি গোয়েন্দা তৎপরতা, অপারেশন বা কোনো কর্মকাণ্ড চালানোর সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড।
এ ছাড়া, ইসরায়েলকে সমর্থন, বৈধতা দেওয়া কিংবা সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত সহায়তার মাধ্যমেও যদি কেউ পরোক্ষভাবে তাদের সহযোগিতা করে, তাহলেও মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে।
আইনটি অনুযায়ী, নির্দেশ অমান্যকারীদের বেত্রাঘাত, অর্থদণ্ড অথবা দুই বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। একইসঙ্গে অনুমোদনহীন ইন্টারনেট ডিভাইসের ব্যবহার, আমদানি বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
এই আইন পাসের মাধ্যমে ইরান সরকার স্পষ্টভাবে জানিয়ে দিল, তারা প্রযুক্তি নিরাপত্তা, সাইবার অপরাধ ও বিদেশি গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে।
আপনার মতামত লিখুন :