কাশিমপুর মহিলা কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পাচ্ছেন সাবেক সংসদ সদস্য ও লোকগানের শিল্পী মমতাজ বেগম। সংসদ সদস্য থাকায় তিনি এই সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
সোমবার (৩০ জুন) গণমাধ্যকে এ তথ্য জানিয়েছেন কারা তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার।
তিনি বলেন, মমতাজ বেগম এমপি ছিলেন। তাই তিনি প্রথম শ্রেণির বন্দির সুবিধা পাচ্ছেন। এই মর্যাদায় তার জন্য রয়েছে একটি খাট, টেবিল এবং নিয়মিত পত্রিকা। খাবারের তালিকায় আছে ভাত, মাছ এবং মাংস।
মমতাজ বেগম দেড় মাস ধরে কারাগারে রয়েছেন। এটি তার জীবনের প্রথম কারাবাস বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী রেজাউল করিম।
তিনি বলেন, মমতাজ বেগম আমাকে কিছু বইপত্র দেওয়ার অনুরোধ করেন। আমি তাকে সেগুলো দিয়ে এসেছি।
গত বছর ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর মানিকগঞ্জে অবস্থান করছিলেন মমতাজ বলে দাবি করেন তার আইনজীবী। এরপর ঢাকার ধানমন্ডি থেকে গত ১২ মে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
পরদিন ১৩ মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ২২ মে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হলে সেখানে উত্তেজনা দেখা দেয়। তার দিকে ডিম ও জুতা ছোড়ার ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :