রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৩:১৫ পিএম

দাউদ ইব্রাহিমের মাদক চক্রে শ্রদ্ধা–নোরা–ওরি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৩:১৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বলিউডে ফের আন্ডারওয়ার্ল্ডের ছায়া। এবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী শ্রদ্ধা কপূর, নোরা ফতেহি এবং জনপ্রিয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ওরি- এমনটাই দাবি করেছেন মাদক চক্রের অন্যতম সদস্য তাহের ডোলা। মুম্বাই পুলিশ ও অ্যান্টিনারকোটিকস সেলের তদন্তে উঠে এসেছে কয়েকটি নতুন তথ্য, যা ঘিরে তোলপাড় চলচ্চিত্রপাড়া।

সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যর্পণের পর জেরায় তাহের ডোলা জানান, দুবাই থেকে পরিচালিত বৃহৎ এই মাদক চক্রের পক্ষ থেকেই তিনি দেশ-বিদেশে একাধিক রেভ পার্টির আয়োজন করতেন। তার দাবি- এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন বলিউডের পরিচিত মুখ ছাড়াও দাউদ ইব্রাহিমের ভাতিজা আলীশাহ পারকারসহ আন্ডারওয়ার্ল্ড-সংযোগ থাকা আরও কয়েকজন।

তাহেরের ভাষ্য অনুযায়ী, এসব পার্টিতে প্রায় ২৫২ কোটি টাকার লেনদেন হয়েছে।

তিনি আরও বলেছেন, শ্রদ্ধা কাপুর, তার ভাই সিদ্ধার্থ কাপুর, নোরা ফতেহি, জিশান সিদ্দিকী, আব্বাস–মস্তানসহ কয়েকজনকে নিয়ে একাধিক দেশে এমন পার্টির আয়োজনও করা হয়েছে।

এদিকে আরেক অভিযুক্ত সেলিম সুহাইল শাইখ ওরফে ‘ল্যাভিশ’, যিনি বর্তমানে অ্যান্টিনারকোটিকস সেলের হেফাজতে। তিনি তদন্তকারীদের জানিয়েছেন, তিনি ভারতের ভেতরে ও বাইরে মাদক-নির্ভর পার্টি আয়োজন করতেন এবং সেখানে নিয়মিত মাদক সরবরাহ করতেন। সেই পার্টিগুলোতেও বলিউড অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি দেখা যেত।

মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জানিয়েছে- অভিযুক্তদের দেওয়া তথ্য এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে। তবে প্রয়োজনে যেসব পরিচিত নাম উঠে এসেছে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এ ঘটনার পর এখন পর্যন্ত শ্রদ্ধা কাপুর, নোরা ফতেহি বা তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বলিউড ও আন্ডারওয়ার্ল্ডের যোগ কোনো নতুন বিষয় নয়। অতীতে বহু তারকার নামই উঠে এসেছে দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগের অভিযোগে। ২০১৭ সালে দাউদের বোন হাসিনা পারকারের বায়োপিকে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর- এ কারণেও নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, তাহের ডোলা ও ‘ল্যাভিশ’-এর দেওয়া তথ্যের বিশদ তদন্ত চলছে, এবং নিশ্চিত তথ্য পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত বলিউডে চলছে তীব্র গুঞ্জন- কোন কোন তারকাকে তলব করা হতে পারে, সেই দিকেই তাকিয়ে সবাই।

Link copied!