জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ট্রাইব্যুনাল যে রায়ই দিক না কেন তা কার্যকর হবে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রাইব্যুনাল কী রায় দেবে তা কেউ আগে থেকে জানে না। তবে যা-ই রায় দেওয়া হোক, সেটি কার্যকর করা হবে। জনগণও সেটি মেনে নেবে বলে আমাদের বিশ্বাস।’
রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে সবরকম প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। দু-এক জায়গায় কিছু সমস্যার উদ্ভব হলেও সবার সহযোগিতায় শিগগিরই তা স্বাভাবিক হবে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে। দেশ এখন নির্বাচনের দিকে তাকিয়ে—আমরা চাই উৎসবমুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমানে ৩০ হাজার সেনাসদস্য মাঠে থাকলেও নির্বাচনের সময় বাড়িয়ে প্রায় এক লাখ করা হবে। এ ছাড়া দায়িত্ব পালন করবে প্রায় দেড় লাখ পুলিশ, ৩৫ হাজার বিজিবি, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, আট হাজার র্যাব ও প্রায় সাড়ে ৫ লাখ আনসার সদস্য। নিরাপত্তা জোরদারে আনসার সদস্যদের অস্ত্র ও বডিক্যাম সরবরাহ করা হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে।’
সরকার পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ দেশে সরকার পতন কোনো তিনজন মানুষের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পরিবর্তন ঘটেছে। আপনারা দেখেছেন, তারা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়-স্বজনও পালিয়েছে। এটি জনগণের ইচ্ছার ফসল।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন