দেশের মহানগর ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা শনিবার (১৫ নভেম্বর) থেকে ‘আয়রন গ্রে’ রঙের নতুন পোশাক পরিধান শুরু করেছেন। ২০০৪ সালের পর এটাই পুলিশের পোশাকে সবচেয়ে বড় পরিবর্তন। নতুন ইউনিফর্ম চালুর প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কেউ প্রশংসা করেছেন নতুন রং ও ডিজাইনকে, আবার অনেকেই জানিয়েছেন অসন্তোষ।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এএইচএম শাহাদাত হোসাইন বলেন, সব মহানগর ইউনিটে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। জেলা ও রেঞ্জ পুলিশেও পর্যায়ক্রমে দেওয়া হবে। অন্যদিকে এপিবিএন ও এসপিবিএন আগের ইউনিফর্মেই থাকবে।
ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশও নতুন এই পোশাক ব্যবহার করবে।
ডিএমপির সূত্র জানায়, প্রথম দিনে কনস্টেবল থেকে এসআই পর্যন্ত প্রায় ২৫ শতাংশ সদস্য এবং পরিদর্শক থেকে অতিরিক্ত উপকমিশনার পর্যন্ত ৫০ শতাংশ কর্মকর্তা পোশাক পেয়েছেন।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ বাহিনীর সংস্কার দাবিতে নতুন পোশাকের বিষয়টি উঠে আসে। পরে অন্তর্বর্তী সরকার পোশাক ও লোগো পরিবর্তনের অনুমোদন দেয়। ১০ সদস্যের কমিটি বিভিন্ন দেশের পুলিশ ইউনিফর্ম বিশ্লেষণ করে ১৮ ধরনের পোশাক ট্রায়াল দিতে করে এবং শেষ পর্যন্ত পাঁচটি রঙের মধ্য থেকে ‘আয়রন গ্রে’ রং চূড়ান্ত হয়।
নতুন পোশাক নিয়ে পুলিশের ভেতরেও সন্তোষ-অসন্তোষ রয়েছে। ডিসি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ‘শুধু পোশাক বদলালে গুণগত পরিবর্তন আসবে না; অভ্যন্তরীণ সংস্কার সময়ের দাবি।’
পুলিশ সদস্য আবুল কাশেম মন্তব্য করেন, ‘স্যার, পোশাকটাতে কী যেন কমতি রইল, আগেরটাই বেস্ট ছিল।’ অন্যদিকে শাহীন মোহাম্মদ ফয়সাল লেখেন, ‘পুরোনোটির চেয়ে নতুন ডিজাইন অনেক উন্নত মানের।’
এদিকে নতুন পোশাক পরে অনেক পুলিশ সদস্য ছবি পোস্ট করেছেন, যা ঘিরে নেটিজেনদের মতামত ঠাসা কমেন্ট বক্স।
একজন লিখেছেন, ‘পোশাক বদলালেই মনোভাব বদলায় না। পুলিশ ও জনগণ—দু’পক্ষেরই পরিবর্তন জরুরি।’
লেখক ও পুলিশ সুপার রহমান শেলীর পোস্টে ওয়াহিদ খান মন্তব্য করেন, ‘মনোবল বাড়াতে বেতন ও ঝুঁকি ভাতা বাড়ানো জরুরি।’
অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য নতুন পোশাককে ‘যাচ্ছেতাই’ বলে সমালোচনা করে বলেন, বাংলাদেশের আবহাওয়ার জন্য তিল রং সবচেয়ে উপযোগী হতো।
একজন নেটিজেন মন্তব্য করেন, ‘পোশাকের দোষ নয়, সমস্যা ছিল ব্যক্তিত্বে—সেটা আগে ঠিক করা উচিত।’ আরেকজনের মত, ‘নতুন পোশাকটি ইউরোপীয় লুক এনে দিয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন