সোমবার, ০৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৫:৪১ পিএম

যানবাহনে উঠার দোয়া

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৫:৪১ পিএম

যানবাহনে উঠার দোয়া

যাত্রীরা বাসে ওঠছেন। ছবি: সংগৃহীত

আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ সা. কে পাঠিয়েছেন উম্মতের হেদায়াতের জন্য। সঠিক পথে পরিচালিত করার জন্য। জীবনধারণের ছোট থেকে ছোট বিষয়ের দিক-নির্দেশনা দিয়েছেন। রাসুল সা. যেভাবে চলেছেন, যেভাবে চলতে বলেছেন, সেভাবে চললেই মানবজাতির কল্যাণ রয়েছে। তাই রাসুলুল্লাহ (সা.) যানবাহনে নিরাপদ থাকার জন্য বেশকিছু দোয়া শিখিয়েছেন। এখানে কয়েকটি উল্লেখ করা হলো- 

যানবাহনে উঠার দোয়া:

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) সফরের উদ্দেশে বের হয়ে সওয়ারির ওপর পা রেখে তিনবার তাকবির (আল্লাহু আকবার) বলতেন। তারপর এই দোয়া পড়তেন-

আরবি দোয়া:

سُبۡحَٰنَ ٱلَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقۡرِنِينَ

উচ্চারণ: ‘সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা, ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকলিবুন।’

বাংলা অর্থ: মহান আল্লাহর পবিত্রতা যিনি একে (বাহন) আমাদের অধীন করে দিয়েছেন, অথচ আমরা একে অধীন করতে সক্ষম ছিলাম না। আমরা আমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তনকারী। (মুসলিম, হাদিস : ১৩৪২)  

রাসুল (সা.) আরেকটি দোয়া পড়তেন-

আরবি দোয়া:
 
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাজাল বিররা ওয়াত তাকওয়া, ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা হাউয়িন আলাইনা সাফারনা হাজা, ওয়াতওই আন্না বুদাহু, আল্লাহুম্মা আনতাস্‌-সাহিবু ফিস্‌-সাফার, ওয়াল খালিফাতু ফিল আহলি ওয়াল মাল। আল্লাহুম্মা ইন্না নাউজুবিকা মিন ওয়া-সা-ইস সাফারি, ওয়া-কাআবাতিল মানজারি, ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়া আহলি।’

বাংলা অর্থ: হে আল্লাহ! আমাদের জন্য আমাদের এ সফর সহজ করে দাও। রাস্তার দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ! তুমি আমাদের সফরের সঙ্গী এবং আমাদের পরিবারের কাছে তুমি আমাদের স্থলাভিষিক্ত। হে আল্লাহ! তোমার কাছে সফরের কষ্ট-ক্লান্তি ও ভয়ানক দৃশ্য দেখা থেকে এবং পরিবার, সম্পদ-বিত্ত ও অধীনস্থদের কাছে খারাপ অবস্থায় ফেরত আসা থেকে তোমার কাছে রক্ষা চাই। (মুসলিম, হাদিস : ৯৭৮)

নৌকা বা জাহাজে ভ্রমণের দোয়া-

নৌকা বা জাহাজে ভ্রমণের সময় নবী (সা.) এই দোয়াটি পড়তেন-

আরবি দোয়া:

بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ

উচ্চারণ: ‘বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম।’

বাংলা অর্থ: আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান। (সুরা হুদ, আয়াত: ৪১)

রূপালী বাংলাদেশ

Link copied!