জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সরাসরি সাক্ষ্য দিয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রী রিনা মুর্মূ।
বুধবার (৬ আগস্ট) ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তার জবানবন্দি গ্রহণ করেন।
রিনা মুর্মূ তার জবানবন্দিতে বলেন, ‘ঘটনার দিন আমি এক নম্বর গেটে ছিলাম। সেখানে দুই পুলিশ সদস্য—আমির হোসেন ও সুজন চন্দ্র—আমাদের সহযোদ্ধা আবু সাঈদকে সরাসরি গুলি করেন। আমি নিজের চোখে এটি দেখেছি। এই হত্যার দায় এড়াতে পারেন না শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমি ন্যায়বিচার চাই।’
তিনি আরও জানান, ঐ দিনের সহিংসতায় তিনিও আহত হয়েছিলেন।
জবানবন্দি শেষে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাকে জেরা করেন। অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে ছিলেন মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম।
এর আগে, গত ৩ আগস্ট মামলার প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন মাইক্রোবাসচালক খোকন চন্দ্র বর্মণ।
এই মামলায় প্রধান অভিযুক্ত শেখ হাসিনার পাশাপাশি দুই সহ-আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
উল্লেখ্য, সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী হওয়ার জন্য আবদুল্লাহ আল-মামুনের আবেদন ইতোমধ্যে ট্রাইব্যুনাল গ্রহণ করেছে।
আপনার মতামত লিখুন :