বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৪:০৮ পিএম

বৃষ্টির পানিতে ফোন ভিজে গেলে করণীয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৪:০৮ পিএম

বৃষ্টির পানিতে ভেজা ফোন। ছবি- সংগৃহীত

বৃষ্টির পানিতে ভেজা ফোন। ছবি- সংগৃহীত

বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ, বিনোদন, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, ব্যাংকিং ও দৈনন্দিন কাজের প্রায় সব ক্ষেত্রেই স্মার্টফোনের ব্যবহার করা হয়।

তবে বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে পড়ে বা অসাবধানতাবশত যদি ফোন ভিজে যায়, তখন অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং ভুল পদক্ষেপ গ্রহণ করেন। ফলে ফোন সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে বা ব্যয়বহুল মেরামতের প্রয়োজন হয়।

স্মার্টফোন যেহেতু একটি স্পর্শকাতর ও প্রযুক্তিনির্ভর ডিভাইস, তাই এতে পানি প্রবেশ করলে সেটা ফোনের ভিতরের সার্কিট, ব্যাটারি, ক্যামেরা, চার্জিং পোর্ট এবং ডিসপ্লেতে মারাত্মক ক্ষতি করতে পারে। তবে সময়মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এ ধরনের ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।

বৃষ্টির পানিতে ফোন ভিজে গেলে করণীয়-

ফোন সঙ্গে সঙ্গে বন্ধ করুন

প্রথম কাজ হলো ফোনটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। ফোন চালু থাকা অবস্থায় ভেতরে পানি থাকলে বিদ্যুৎ প্রবাহের ফলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, যা ফোনকে স্থায়ীভাবে অকেজো করে দিতে পারে। তাই ফোন যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।

সিম, মেমোরি ও ব্যাক কভার খুলে ফেলুন

ফোনের ভেতরে থাকা সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে আলাদা করে একটি শুকনো স্থানে রাখুন। এসব ছোট ছোট অংশে পানি ঢুকে গেলে তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ফোনের ব্যাক কভার খোলা যায়, তাহলে সেটিও খুলে ফেলুন যেন বাতাস সহজে ভেতরে ঢুকতে পারে।

বাইরের পানি আলতোভাবে মুছে ফেলুন

একটি শুকনো, নরম ও শোষণক্ষম কাপড় বা টিস্যু দিয়ে ফোনের বাইরের অংশ, চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক, স্পিকার ও বোতামগুলোর চারপাশ ভালোভাবে মুছে ফেলুন। খেয়াল রাখতে হবে, এই কাজটি খুব সাবধানে করতে হবে যেন আরও পানি ভেতরে না ঢুকে পড়ে।

ভ্যাকুয়াম বা এয়ার ব্লোয়ার ব্যবহার করুন (যদি থাকে)

হালকা ভ্যাকুয়াম ক্লিনার বা কুল এয়ার ব্লোয়ার থাকলে তা দিয়ে ফোনের পোর্ট ও খোলা অংশ থেকে পানি টেনে বের করার চেষ্টা করুন। তবে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, কারণ অতিরিক্ত গরম বাতাসে ফোনের ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

চালের মধ্যে রেখে দিন—ঘরোয়া উপায়

ফোন শুকানোর সবচেয়ে পরিচিত ও কার্যকর ঘরোয়া উপায় হলো চালের মধ্যে ফোন ডুবিয়ে রাখা। চাল প্রাকৃতিকভাবেই আর্দ্রতা শোষণ করে। একটি পরিস্কার ও শুকনো কন্টেইনারে কিছুটা শুকনো চাল রেখে তার মধ্যে ফোনটি পুরোপুরি ডুবিয়ে দিন। অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা রেখে দিন যেন ফোনের ভেতরের আর্দ্রতা বের হয়ে যায়।

রোদ বা চুলার পাশে রাখবেন না

অনেকে ফোন রোদে বা গ্যাসের চুলার পাশে রেখে শুকানোর চেষ্টা করেন, যা অত্যন্ত বিপজ্জনক। অতিরিক্ত তাপে ব্যাটারি ফুলে যাওয়া, ডিসপ্লে নষ্ট হওয়া কিংবা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। তাই ফোন শুকাতে শীতল ও বাতাস চলাচল করে এমন জায়গা বেছে নিতে হবে।

যে কাজগুলো কখনো করবেন না

ভেজা অবস্থায় ফোন চার্জে দেওয়া
রোদে বা আগুনের পাশে রাখার চেষ্টা
জোর করে খোলার চেষ্টা করা
ভেজা ফোন চালু রাখার চেষ্টা
হেয়ার ড্রায়ার বা গরম বাতাস দিয়ে শুকানো

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!