ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

ধৈর্য্য নিয়ে হাদিস

ধর্ম ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৭:১৩ পিএম
প্রতীকী ছবি

ধৈর্য মহৎ গুণ। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহতায়ালা বলেন, ‘হে মুমিনরা, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৩)

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমার উম্মতের যে ব্যক্তি মদিনার দুঃখ-কষ্ট ও বিপদাপদে ধৈর্য ধারণ করবে, তার জন্য আমি কিয়ামতের দিন শাফায়াতকারী হব অথবা তার পক্ষে সাক্ষী হব।’ (মুসলিম, হাদিস: ৩২৩৮) 

আরেক হাদিসে আছে, ইবনে মালিক (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) একটি কবরের কাছে উপস্থিত এক নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন, সে তখন কাঁদছিল। তিনি বললেন, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধরো।’ (বুখারি, হাদিস: ১২৫২)

ধৈর্যশীল ব্যক্তি কখনো কাউকে প্রথমে আঘাত করতে পারে না। সাবিত (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি আনাস ইবনে মালেক (রা.)-কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করা হচ্ছে প্রকৃত ধৈর্য।’ (মুসলিম, হাদিস: ২০২৪)

আরেক হাদিসে আছে, আবু সাইদ খুদরি (রা.) বলেন, কিছু সংখ্যক আনসারি সাহাবিকে আল্লাহর রাসুল (সা.) বলেছন, যে চাওয়া থেকে বিরত থাকে, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন। যে পর মুখাপেক্ষী না হয়, আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন। যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে সবর দান করেন। সবরের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নেয়ামত কাউকে দেওয়া হয়নি।’ (বুখারি, হাদিস: ১৪৬৯)

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ বলেন, আমি যখন আমার মুমিন বান্দার কোনো প্রিয়বস্তু দুনিয়া থেকে উঠিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে, আমার কাছে তার জন্য জান্নাত ছাড়া অন্য কিছু (প্রতিদান) নেই।’ (বুখারি, হাদিস: ৬৪২৪)