ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৫:০৪ পিএম
সোহানা মোস্তারি। ছবি- সংগৃহীত

নারী বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭৬ রান।

আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টস হেরে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে আসেন রুবাইয়া হায়দার ও শারমিন আক্তার। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরুর ইঙ্গিত দেয় বাংলাদেশ। 

তবে ভালো শুরুর পর, দলীয় ২৪ রানের মাথায় উইকেট হারিয়ে বসে জ্যোতির দল। ৯ বলে ব্যক্তিগত ৪ রান করে সাজঘরের পথ ধরেন রুবাইয়া হায়দার। রুবাইয়া আউট হওয়ার পর মাত্র ১ রান যোগ করে আবারও উইকেট হারায় বাংলাদেশ। 

শূন্য রানেই ক্যাচ আউট হয়ে দলের বিপদ বাড়িয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

জ্যোতিকে হারিয়ে যখন চাপে পড়ে বাংলাদেশ, তখনি দলকে চাপ থেকে তুলে নেওয়ার চেষ্টা করে শারমিন আক্তার। তবে দলীয় ৫৯ রানের মাথায় সোফি একলস্টোনের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন শারমিন।

আউট হওয়ার আগে ৫২ বলে ৬ চারের বিনিময়ে ব্যাক্তিগত ৩০ রান সংগ্রহ করে শারমিন আক্তার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ নারী দলের সংগ্রহ ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৬ রান। 

ইংল্যান্ডের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন লিনসি স্মিথ ও লরেন বেল এবং সোফি একলস্টোন