এই ভূখণ্ডে ইসলামকে প্রভাবশালী শক্তি হিসেবে টিকিয়ে রাখতে মধ্যমপন্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ ড. মিজানুর রহমান আজহারী।
শুক্রবার (৭ মার্চ) তার ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে ড. মিজানুর রহমান আজহারী লেখেন, এই ভূখণ্ডে ইসলামকে প্রভাবশালী শক্তি হিসেবে টিকিয়ে রাখতে মধ্যমপন্থার বিকল্প নেই। তাই— ইসলামি শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ইসলামবিদ্বেষকে বুদ্ধিবৃত্তিক উপায়ে ডিল করা এবং যৌক্তিকভাবে ইসলামের সৌন্দর্য সমাজে তুলে ধরাই হোক আমাদের লক্ষ্য।
উল্লেখ্য, বাংলাদেশে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিজেদের মধ্যপন্থার দল হিসেবে দাবি করেছে। কিন্তু দলটিতে ভিন্ন ভিন্ন মতাদর্শ থেকে আসা নেতাদের একই চরিত্র ধারণ করে মধ্যপন্থার একই লক্ষ্য নিয়ে এগুনোটাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন বিশ্লেষকরা।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন ঘটনায় এসব নেতাদের কারও কারও ভূমিকা নিয়ে নানা রকম প্রশ্ন থাকায় তাদের সমন্বয়ে গঠিত দলটি শেষ পর্যন্ত কতটা মধ্যপন্থার নীতি ধারণ করতে পারবে তা নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে। দলটি গঠনের পরেও এর দুজন `প্রভাবশালী সংগঠক` নিজেদের ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে সামাজিক মাধ্যমে যে পোস্ট দিয়েছেন তাও মধ্যপন্থা কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সঙ্গে যায় না বলে অনেকে মনে করেন। আবার দলের মূল নেতৃত্বে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের উপস্থিতি একেবারেই কম। এখন আবার নতুন বিতর্ক উঠেছে এলজিবিটিকিউ নিয়েও।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন