ছাত্র উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার (২৩ মে) ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
জুলকারনাইন সায়ের তার স্ট্যাটাসে লেখেন, গত বছর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একদিন পর সারজিস আলম একটি স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন, ‘নাহিদ এবং আসিফের মন্ত্রিত্ব গ্রহণ দেশের স্বার্থে আত্মত্যাগস্বরূপ, কারণ তারা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না।’
সায়েরের ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় একমত হয়েছিল সব রাজনৈতিক দল, যে এই সরকারের কেউই নির্বাচনে অংশ নেবেন না। সরকারের একমাত্র দায়িত্ব ছিল একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।
তবে সম্প্রতি দেখা যাচ্ছে, সেই অঙ্গীকার ভেঙে পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ। তিনি নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আসিফও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এনসিপি গঠনের অন্যতম কারিগর মাহফুজুর রহমানও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে ধারণা করা হচ্ছে।
এই প্রসঙ্গে সায়ের লেখেন, ‘জাতির সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ শুধু রাজনৈতিক নয়, নৈতিক বিচ্যুতি। এটি গণঅভ্যুত্থানের ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গেও বিশ্বাসঘাতকতা।’
তিনি প্রশ্ন তোলেন, ‘যারা ক্ষমতার লোভে নিজেদের মতাদর্শ উপেক্ষা করে, তারা কি জনগণের আস্থার যোগ্য?’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘এই প্রবণতা যদি রোধ না করা হয়, তাহলে ভবিষ্যতে কোনো জাতীয় ঐকমত্যই দীর্ঘস্থায়ী হবে না এবং গণতন্ত্রের ভিত্তি হবে দুর্বল।’