জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এবং স্বাস্থ্যবিষয়ক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা বলেছেন, ‘জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন।’
শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তাসনিম জারার এই প্রতিক্রিয়া এসেছে বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে, যেখানে বলা হয়- আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক অনৈক্য এবং নির্বাচনি চাপের কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। এ প্রেক্ষাপটেই তাসনিম জারা তার অভিজ্ঞতা ও অনুভূতির কথা শেয়ার করেছেন।
তিনি লিখেছেন, ‘জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন। আমি এমন একটি ভাবনা শেয়ার করতে চাই, যা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে।’
ঐক্যের আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘এটা দোষারোপের মুহূর্ত নয়, বরং ভাবনার সময়। রাজনৈতিক নেতাদের ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা ও পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক উত্তরণকে বিপদে ফেলছে। আমরা যদি স্বল্পমেয়াদি স্বার্থের পেছনে ছুটে যাই, তবে স্বাধীনতার জন্য জীবনদানকারীদের স্বপ্ন ব্যর্থ হবে।’
তিনি আরও লিখেছেন, ‘ইতিহাস বলে, যারা পরিবর্তনে ভয় পায়, তারা ভাঙন ও মেরুকরণের আশ্রয়ে পুরনো ব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমাদের দেশে এমনটি হতে দেওয়া যায় না। বিপ্লব জনগণের; তাই আমাদের তাদের প্রতি সংযম, সংলাপ ও ঐক্যের দায়বদ্ধতা রয়েছে।’
পোস্টের শেষে তাসনিম জারা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘এই মুহূর্তটি হোক ঐক্যের দিকে মোড় নেওয়ার সময়-বিভাজনের দিকে নয়।’