শেখ হাসিনার আমলে বুক চিতিয়ে লড়াইয়ের নাম গণঅধিকার পরিষদ বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
আবু হানিফ ফেসবুকে লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি অধিকার পরিষদ। গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অধিকার পরিষদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, দখলদারি, তদবির, নিয়োগ বাণিজ্যের অভিযোগ নাই। অন্য অনেক দলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। ঠিক এসব কারণেই গণঅধিকার পরিষদকে মানুষ বেছে নেবে। ইনশাআল্লাহ মানুষের আস্থার প্রতি সম্মান জানিয়ে গণঅধিকার পরিষদ সবসময় কাজ করে যাবে।
তিনি আরও লেখেন, শেখ হাসিনার আমলে বুক চিতিয়ে লড়াইয়ের নাম অধিকার পরিষদ। ভয়, নির্যাতন, প্রলোভন কোনো কিছুই অধিকার পরিষদকে দমাতে পারে নাই। হামলা-মামলা-নির্যাতন উপেক্ষা করে টিকে আছে এ অধিকার পরিষদ। সবশেষ ডামি নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগ প্রলোভন দেখা। প্রলোভনে কাজ না হওয়ায় নানাভাবে হুমকি ও চাপ দেওয়া হয়। তারপরও গণঅধিকার পরিষদ নির্বাচনে অংশ নেয়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন