ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার ৪০টির মধ্যে ৩৯টি জাহাজ আটক করেছে দখলদার ইসরায়েল। বর্তমানে মাত্র একটি জাহাজ গাজার দিকে অগ্রসর হচ্ছে বলে আয়োজকদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
আটক হওয়া জাহাজগুলোতে ছিলেন প্রায় ৫০০ অধিকারকর্মী ও পরিবেশকর্মী, যাদের মধ্যে সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। বুধবার গভীর রাতে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে ইসরায়েলি নৌ-কমান্ডোরা জাহাজগুলো নিয়ন্ত্রণে নেয় এবং কর্মীদের আটক করে।
এমন পরিস্থিতিতে ত্রাণবাহী জাহাজগুলো নিয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন জনপ্রিয় ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাইবোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।’
আগস্টের শেষ দিকে ৪০টিরও বেশি জাহাজ খাবার, ওষুধ ও জরুরি সামগ্রী নিয়ে গাজার উদ্দেশে রওনা দেয়। তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে গাজা উপকূলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তবে গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি নৌবাহিনী সেগুলো আটক করতে শুরু করে।
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বহু দেশ ও মানবাধিকার সংস্থা একে মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন