বগুড়ার ধুনটে জনতার ধাওয়া খেয়ে বাঙালি নদীতে ঝাঁপ দিয়ে টুটুল (৩৮) নামের এক চোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার বথুয়াবাড়ি বাঙালি নদীর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টুটুল ধুনট উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া (চৈতারপাড়া) গ্রামের শুকুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে মোবাইল চুরি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় টুটুল নদীতে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পর নদীর পানিতে তার মরদেহ ভেসে ওঠে।
পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে নদীর পশ্চিম পাড়ের চৌবাড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন