শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৪:২৯ পিএম

রাওয়ালপিন্ডি টেস্ট

বৃষ্টিতে ভাসল প্রথম দিনের খেলা, রেকর্ডের দ্বারপ্রান্তে মুশফিক!

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৪:২৯ পিএম

বৃষ্টিতে ভাসল প্রথম দিনের খেলা, রেকর্ডের দ্বারপ্রান্তে মুশফিক!

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলতে যেয়ে ইতোমধ্যেই ইতিহাস গড়েছে টাইগাররা। সাদা পোশাকের খেলায় যেখানে মেন ইন গ্রিনদের বিপক্ষে একবারও জয় ছিলনা সাকিব-শান্তদের, সেখানে এবার জয় এসেছে ১০ উইকেটের ব্যবধানে। তাও আবার বাবর-মাসুদদের ঘরের মাঠেই।

ইতোমধ্যেই প্রথম টেস্ট জিতে ভালো অবস্থানে আছে টাইগাররা। এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট জিততে মুখিয়ে আছে স্বাগতিকরা। তবে ইসলামাবাদের রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির বাধায় পরিত্যক্ত ঘোষণা হয়েছে। বৃষ্টির কারণে প্রথম দিন দুই দলের অধিনায়ক টস-ই করতে পারেননি। সকাল থেকেই অবিরত বৃষ্টি হওয়ায় অনেক অপেক্ষার পর প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আবহাওয়া বাধা না দিলে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শনিবার অনুষ্ঠিত হবে।

দুই টেস্ট ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। গত ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে টেস্ট ইতিহাসে প্রথম জয়ের গৌরব অর্জন করেছে টাইগাররা। এবার তাদের সিরিজ জয়ের পালা। তবে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও তৃতীয় পক্ষ হিসেবে বৃষ্টি বাগড়া দিয়েছে। অবশ্য কোনো কারণে দ্বিতীয় টেস্টের খেলা যদি ড্র হয়, তাহলে বাংলাদেশ প্রথম বারের মতো পাকিস্তানকে সিরিজ হারানোর রেকর্ডও গড়বে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নতুন দুটি রেকর্ড গড়ার অপেক্ষায় আছেন দলের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম রেকর্ডটি হলো- বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) সর্বোচ্চ রান সংগ্রহের চূড়া ওঠার। আর মাত্র ৩৪ রান করতে পারলেই তামিম ইকবালকে পেছনে ফেলে বাংলাদেশের জার্সি গায়ে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যাবেন মুশফিক। ১৯১ রানের অসাধারণ ইনিংস খেলে প্রথম ম্যাচে পাওয়া অবিস্মরণীয় জয়ে বড় অবদান রাখেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার। ওই মহাকাব্যিক ইনিংসটি খেলে তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ১৫ হাজারি রানের কাবে নাম লেখান তিনি।

এবার তামিম ইকবালকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এই ব্যাটার। তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে এখন পর্যন্ত মুশফিকের সংগ্রহ ১৫ হাজার ১৫৯ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। তালিকায় শীর্ষে আছেন তামিম। তার সংগ্রহ ১৫ হাজার ১৯২ রান। বর্তমানে তামিম মাঠের বাইরে আছেন। এই সুযোগ তাকে ছাড়িয়ে চূড়া উঠে স্থানটি সুসংহত করার সুযোগও মুশফিকের সামনে।

তামিমকে ছাড়িয়ে যাওয়ার পর আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে মুশফিককে। সেটি হলো- টেস্ট ক্রিকেটের বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার রান সংগ্রাহকের তালিকায় উঠানো। আর মাত্র ১৩৩ রান সংগ্রহ করতে পারলেই এই এলিট কাবে নাম লেখাবেন মুশফিক। প্রায় ১৯ বছর ধরে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলা এই সিনিয়র ক্রিকেটার এ পর্যন্ত ৫ হাজার ৭৮৭ রান সংগ্রহ করেছেন। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর এ পর্যন্ত ৮৯টি ম্যাচ খেলে এই রান সংগ্রহ করেন তিনি। এর মধ্যে ১১টি সেঞ্চুরি, ২৭টি হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে তার। পুরো ক্যারিয়ারে তিনটি ডাবল সেঞ্চুরির ইনিংস খেলেছেন এই ব্যাটার। উইকেটরক্ষক ও ব্যাটার হিসেবে টেস্টে ইনিংসে রেকর্ড সর্বোচ্চ ২১৯* রানের ইনিংস রয়েছে তার। বাংলাদেশের অনেক স্মরণীয় জয়ে মুশফিকের অনেক অবদান রয়েছে। আশা করা হচ্ছে, মুশফিক যে ফর্মে আছেন, তাতে এই দুটি রেকর্ড গড়া শুধু সময়ের ব্যাপার মাত্র। পাকিস্তানের বিপক্ষে সিরিজে মুশফিকের রেকর্ড দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরবি/জেআই

Link copied!