বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৯:০৭ এএম

পেনাল্টি মিস ও টাইব্রেকারের নাটকীয়তা, শেষমেষ কোয়ার্টারে রিয়াল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৯:০৭ এএম

পেনাল্টি মিস ও টাইব্রেকারের নাটকীয়তা, শেষমেষ কোয়ার্টারে রিয়াল

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের রাজা বলা হয় রিয়াল মাদ্রিদকে। কারণ এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল এটি। তবে এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে উঠা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল তাদের। যার জন্য গতকাল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য রিয়াল মাঠে নামে এক অনন্য দৃঢ়তা নিয়ে।

তবে এদিন ম্যাচের মাত্র এক মিনিটেরও কম সময়ে তারা গোল হজম করে। এর পর ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস এবং সিদ্ধান্ত নির্ধারণী টাইব্রেকারে হুলিয়ান আলভারেজের গোল বাতিল! সব মিলিয়ে দুই দল মিলে একটি রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে ফুটবল প্রেমীদের।

এদিন মাদ্রিদ ডার্বিতে উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুতেই, মাত্র ২৮ সেকেন্ডে কনর গ্যালাঘার দুর্দান্ত গোলের মাধ্যমে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন। গোল শোধের জন্য রিয়াল মরিয়া হলেও প্রথমার্ধে তাদের খেলায় তেমন কোনো ছন্দ দেখা যায়নি। আনচেলত্তির দলের আক্রমণ কৌশল খুবই সাদামাটা ছিল।

দ্বিতীয়ার্ধে এমবাপ্পেকে ডি বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় অ্যাটলেটিকো। গোল শোধের সুযোগ পেয়ে ভিনিসিয়ুস পেনাল্টি মিস করেন। ফলে নির্ধারিত সময় শেষে দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ২-২ এবং ম্যাচটি টাইব্রেকারে চলে যায়।

টাইব্রেকারে রিয়ালের হয়ে এমবাপ্পে, বেলিংহ্যাম, ভালভার্দে এবং রুডিগার গোল করেন, তবে লুকাস ভাসকেজ গোল মিস করেন। অন্যদিকে, অ্যাটলেটিকোর পক্ষে আলেক্সান্দার সোরলথ ও আনহেল কোরেয়া গোল করার পর আলভারেজ ও মার্কোস লরেন্তে গোল মিস করেন।

আলভারেজের গোলটি বাতিল হয় এক অদ্ভুত কারণে। ডাবল টাচ হওয়ার ফলে তার গোলটি ভিএআর-এ বাতিল হয় এবং সেই গোলই ছিল অ্যাটলেটিকোর চ্যাম্পিয়ন্স লিগে শেষ আশা।

এদিকে, পিএসভির বিপক্ষে ড্র করেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল, আর ক্লাব ব্রুগকে ৩-০ গোলে হারিয়ে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা শেষ আটে উঠেছে।

আরবি/এফআই

Link copied!