ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

সেপ্টেম্বরে মাঠে গড়াবে নারী বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

চলতি বছর মাঠে গড়াবে আইসিসি নারী বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির এই টুর্নামেন্টটির দিন-তারিখ এখনও চূড়ান্ত না হলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে এই নারী ক্রিকেটের এই আসর। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সবকিছু ঠিক থাকলে বিশাখা পত্তনমে হবে টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচ। যদিও এখনও আইসিসি চূড়ান্ত সূচী প্রকাশ করেনি। 
এছাড়াও বিসিসিআইয়ের ভেন্যু তালিকায় আছে পাঞ্জাবের মুল্লানপুর, মধ্যপ্রদেশের ইনডোর, আসামের গুয়াহাটি ও কেরেলার তিরুঅনন্তপুরম ।

এদিকে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। যদিও ভারত নিজেদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইতে। সেহিসেবে পাকিস্তান যদি এই আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে তারা নিজেদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে বলে জানা গেছে। 

৯ থেকে ১৯ এপ্রিল বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ হবে পাকিস্তানে। ছয়টি দেশের মধ্যে সবার উপরে থাকা দু’টি দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। আর বাকি ছয়টি দেশ আগেই যোগ্যতা অর্জন করেছে।