ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিকেএসপি’র তিন নম্বর মাঠে টস হেরে ফিল্ডিংয়ে যায় মোহামেডান। এরপরই দলের অধিনায়ক তামিম ইকবালকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়। এরপর অবস্থা সংকটাপন্ন হলে হার্টে রিং পরানো হয় তামিমের।
এমন অবস্থায় মনঃসংযোগ ধরে রাখায় দায় দলের অন্যান্য সদস্যদের। কিন্তু তবুও জয় নিয়ে মাঠ ছাড়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তামিম ইকবালের দল। দলের এই দলে জয়ে অবদান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অলরাউন্ডার মেহেদি মিরাজ।
এদিন অধিনায়ক ছাড়াই ফিল্ডিং করা মোহামেডান শাইনপুকুরকে অলআউট করে ২২৩ রানে। এরপর ওপেনার মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে ৪৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় মোহামেডান। এনিয়ে টুর্নামেন্টে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে তামিম ইকবালের দল।
এদিন তামিমের অনুপস্থিতিতে রনি তালুকদারের সাথে ওপেনিং এ নামেন মিরাজ। উদ্বোধনী জুটিতেই তারা তোলে ১৬৪ রান। যার মধ্যে মিরাজ করেছেন ১০৩ রান। ৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করা মিরাজই আউট হয়েছেন সবার আগে। রনি ফেরেন দলকে ১৭৪ রানে রেখে ব্যক্তিগত ৬১ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে। এরপর মাহিদুল, সাইফউদ্দিন ও নাসুমরা ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে ১০৭ রানেই শাইনপুকুরের ৭ উইকেট তুলে নিয়েছিল মোহামেডান। এরপর শরীফুল ইসলামকে (৫৭) নিয়ে শাইনপুকুর অধিনায়ক রাইয়ান রাফসান (৭৭) ৭৭ রানের জুটি গড়েন। মোহামেডানের বাঁহাতি স্পিনার তাইজুল ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন