২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড। ক্রিকেটের এই মহাযজ্ঞের পর্দা উঠবে আগামী বছরের ১২ জুন। এরপর ৫ জুলাই হবে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই মহাযজ্ঞের।
আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আসন্ন টুর্নামেন্টের সময়সূচি ও সাতটি ভেন্যুর নাম ঘোষণা করেছে।
এর আগে ২০১৭ সালে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও এই ঐতিহাসিক মাঠেই অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ইংল্যান্ড।
তবে এই আসরে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে। যেখানে ৬টি করে দল ভাগ হয়ে খেলবে দুই গ্রুপে। গত বছরের অক্টোবরে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব খেলে উঠবে আরও ৪ দল।
গত বছরের অক্টোবরের র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল এরই মধ্যেই বিশ্বকাপে তাদের স্থান নিশ্চিত করেছে। এই দলগুলো হলো আয়োজক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
বাকি চারটি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। এর ফলে বাংলাদেশসহ অন্য দলগুলোকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাছাইপর্বে লড়াই করতে হবে।
আপনার মতামত লিখুন :