শনিবার, ০৩ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:৪১ এএম

বার্সেলোনার শিরোপা স্বপ্নে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:৪১ এএম

বার্সেলোনার শিরোপা স্বপ্নে বড় ধাক্কা

ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। ছবি: সংগৃহীত

একটি শিরোপা ঘরে তুলেছে, আরও দুটির হাতছানি বার্সেলোনার সামনে। তবে পথটা মোটেই ফুল বিছানো নয়। মৌসুমের শেষ লগ্নে এসে বড় ধাক্কা খেল দলটি।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিরুদ্ধে মাঠের বাইরে থাকতে হবে দলের অন্যতম স্তম্ভ ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দেকে। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কেড়ে নিয়েছে তার খেলার সম্ভাবনা।

গত বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচটিতেই চোট পান কুন্দে। বৃহস্পতিবার সকালে মেডিকেল পরীক্ষায় সেই দুঃসংবাদটি নিশ্চিত করেছে ক্লাব।

বার্সেলোনা তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘পরীক্ষায় দেখা গেছে, প্রথম দলের খেলোয়াড় জুলস কুন্দের বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে।’ তবে কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন, তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি ক্লাব।

এদিকে আগামী মঙ্গলবার সান সিরোতে ফিরতি লেগের গুরুত্বপূর্ণ ম্যাচের পাশাপাশি, ১১ মে লা লিগার এল ক্লাসিকোতেও কুন্দেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড়সড় সংশয়।

২৬ বছর বয়সী এই রাইট-ব্যাক চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন। এই পরিসংখ্যানই প্রমাণ করে দলে তার গুরুত্ব কতটা অপরিহার্য। এমন একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ের অনুপস্থিতি বার্সেলোনা কীভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার বিষয়।

ইন্টারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়র্ধে কুন্দের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এরিক গার্সিয়া। এছাড়াও, দলের আরেক ডিফেন্ডার রোনাল্ড আরাউহোরও এই পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে, তাও আবার এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ মঞ্চে। তাই কোচ হানসি ফ্লিক হয়তো তাকেও এই জায়গায় খেলানোর কথা বিবেচনা করতে পারেন।

বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রয়েছে বার্সেলোনা। দীর্ঘ দশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার এবং শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ক্লাবটি।

অন্যদিকে, লা লিগার শীর্ষে নিজেদের আধিপত্য বজায় রেখেছে কাতালানরা। পাঁচ ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে তারা।

এর আগে এই রিয়াল মাদ্রিদকে হারিয়েই বার্সা সুপারকোপা দে এস্পানা এবং কোপা দেল রের শিরোপা জিতেছে। ফলে, এই মৌসুমে সম্ভাব্য চারটি শিরোপা জয়ের স্বপ্ন এখনও জিইয়ে রেখেছে বার্সেলোনা। 

 

রূপালী বাংলাদেশ

Link copied!