ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ১১:৫১ এএম
চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে দারুণ ফর্মে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস জিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র টাইগাররা।

এর আগে খেলা শেষ হওয়া তিন ম্যাচে বাংলাদেশ দুটি জয় তুলে নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে হারলেও, পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজকের ম্যাচটিতে জয় পেলে সিরিজ জয়ের আরও কাছে পৌঁছে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে, বাকি দুটি ম্যাচের একটিতে জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে তারা।