কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে খুব শিগগিরই মেয়েদের ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করবে বিএনপি।
তিনি বলেন, বাংলাদেশে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল খেলা দুটি অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে লক্ষ্য রেখেই চলমান টুর্নামেন্টের পরেই নেত্রীর নামে ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করব আমরা।
জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, বাংলাদেশের আনাচে কানাচে তৃণমূল লেভেল থেকে এই খেলাধুলার মাধ্যমেই আমরা ভালো খেলোয়াড় বাছাই করে তুলে নিয়ে আসতে পারব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ক্রিকেট খেলা শুরু করেছি। এর আগে আমরা আরাফাত রহমান কোকো'র নামে টুর্নামেন্ট করেছি।
আমিনুল বলেন, দেশের অনেক যুবসমাজ মাদকে আসক্ত হয়ে পড়েছে। সেই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাঠে ফিরিয়ে এনে তাদের একটা সুন্দর জীবনে নিয়ে আসাই আমাদের লক্ষ্য।