দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সামসুদ্দীন (৫৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী জাহানারা বেগম (৫০) গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের যশাই মোড় বটতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামসুদ্দীন পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর যশাই মোড় এলাকার বাসিন্দা ও মৃত আহাম্মদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সামসুদ্দীন ও তার স্ত্রী জরুরি কাজ শেষে স্থানীয় ইউপি সদস্য নুর আলমের বাড়ি থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে পাঠান। তবে পথেই সামসুদ্দীন মারা যান। তার স্ত্রী জাহানারা বেগম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটক করে এবং পরবর্তীতে সেটি মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের হেফাজতে হস্তান্তর করে।
জানা গেছে, ট্রাক্টরটির মালিক একই এলাকার মৃত আফাতউল্লাহর ছেলে বকুল হোসেন (৪৮)। তবে এখনো পর্যন্ত মালিকপক্ষের কেউ ইউনিয়ন পরিষদের সঙ্গে যোগাযোগ করেনি।
মোমিনপুর ইউপি চেয়ারম্যান নরুজল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। ট্রাক্টরটি ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছে এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’