রবিবার, ০৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:৪৪ পিএম

লিটন দাসের কাঁধে টি-টোয়েন্টির নেতৃত্ব

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:৪৪ পিএম

লিটন দাসের কাঁধে টি-টোয়েন্টির নেতৃত্ব

লিটন কুমার দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। এই সিরিজে দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস।

নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে লিটনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বিসিবি আজ রোববার, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করে। দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয় দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফর্মেন্সের ফলস্বরূপ বেশ কয়েকজন নতুন মুখও দলে সুযোগ পেয়েছেন।

লিটন দাসের নেতৃত্ব দেওয়ার বিষয়ে বিসিবির নির্বাচক কমিটির প্রধান বলেন, ‘লিটন দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং তার অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞান তাকে এই মুহূর্তে নেতৃত্বের জন্য যোগ্য করে তুলেছে। আমরা আত্মবিশ্বাসী যে তার নেতৃত্বে দল ভালো পারফর্ম করবে।’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ এবং ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।  এরপর এই মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। ২৫ এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি রাওয়ালপিন্ডিতে হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন।

এদিকে এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতি আরও ভালোভাবে ঝালিয়ে নিতে পারবে। লিটন দাসের অধিনায়কত্বে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দল নতুন উদ্যমে মাঠ মাতাতে প্রস্তুত। 

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

রূপালী বাংলাদেশ

Link copied!