অভিষেক ম্যাচে অপরাজিত ফিফটি করে বাংলাদেশকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন তানজিদ হাসান তামিম। দুদফায় বৃষ্টি বাধায় খেলা পণ্ডের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। চার মেরে জয় নিশ্চিত করেন তানজিদ।
তানজিদ অপরাজিত থাকেন ৪৭ বলে ৬৭ রান করে। অন্যপ্রান্তে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। তিনি করেন ১৮ বলে ৩৩ রান। দুজন তৃতীয় উইকেটে জুটি গড়েন অবিচ্ছিন্ন ৬৯ রানের।
ব্যর্থতা কাটাতে পারেননি লিটন দাস। ৩ বলে ১ রানেই থেমেছে তার ইনিংস। অধিনায়ক শান্ত করেন ২৪ বলে ২১ রান।
জিম্বাবুয়ের হয়ে উইকেট দুটি পান ব্লেসিং মুজারাবানি ও লুক জঙ্গউই। ৫ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। পরের ম্যাচ রবিবার।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন