পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সকে ৪ উইকেটে হারিয়েছে করাচি কিংস। শেষ মুহূর্তে নাটকীয়তায় এদিন ৩ বল হাতে রেখেই ম্যাচ জিতে করাচি। এই ম্যাচে লাহোরের হয়ে ২৮ রান খরচায় ১ উইকেট শিকার করেছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন।
রোববার (৪ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে লাহোর কালান্দার্সকে ব্যাটিংয়ে পাঠায় করাচি। লাহোরের ইনিংসে বৃষ্টি হানা দিলে ‘ডিএলএস মেথডে’ ম্যাচ নেমে আসে ১৫ ওভারে।
আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে লাহোর। ব্যাট হাতে সুযোগ পেয়ে ১ বল খেলে কোনো রান না করেই অপরাজিত ছিলেন রিশাদ হোসেন।
লাহোরের হয়ে ২৯ বলে ৬৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন মোহাম্মদ নাঈম। এছাড়া ৩৩ বলে ৫১ রান করেন ফখর জামান। এই দুই ব্যাটার দলকে ভালো সংগ্রহ এনে দিলেও শেষদিকে নামা সব ব্যাটারই ব্যর্থ হন।
করাচির হয়ে ৪ উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি।
লাহোর ১৬০ রান সংগ্রহ করলেও শেষ পর্যন্ত বৃষ্টি আইনে করাচি কিংসের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান। নির্দিষ্ট এ লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল আর ৪ উইকেট হাতে রেখেই জিতে যায় দলটি।
করাচির জয়ের ভিত অবশ্য গড়ে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং টিম শেরিফ। ১৯ বলে ৪০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৮ রান তোলে করাচি।
ইনিংসের ৭ম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। আর নিজের প্রথম ওভারেই তিনি তুলে নিয়েছেন উইকেট। ওভারের চতুর্থ বলে জেমস ভিন্সকে ফেরান রিশাদ।
যদিও এরপর একটু খরুচেই দেখা গিয়েছে তাকে। নিজের দ্বিতীয় ও ইনিংসের ৯ম ওভারে ১৩ রান এবং ১১তম ওভারে ৮ রান খরচ করেন এই স্পিনার।
শেষ ২ ওভারে দরকার ছিল ২৭ রান। ১৪তম ওভারের প্রথম ২ বলে ৭ রান নেন ইরফান। এরপর স্ট্রাইকে মোহাম্মদ নবী। ওভারের বাকি ৪ বল থেকে নবী নিয়েছেন ১৩ রান। সমীকরণ নেমে আসে ৬ বলে ৭ রানে।
শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই নবীকে ফিরিয়ে দেন ড্যারিল মিচেল। পরের বলে ১ রান নেন হাসান আলী। স্ট্রাইকে গিয়ে ছক্কা হাঁকিয়ে করাচিকে জেতান ইরফান।