ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

কেন বাদ পড়লেন মিরাজ-নাঈম?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ১০:২৬ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সফরকে সামনে রেখে এরই মধ্যে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজ ও নাঈম শেখের মতো ইনফর্ম খেলোয়াড়দের।

ঘরোয়া ক্রিকেট দারুণ ছন্দে আছেন নাঈম শেখ। সবশেষ বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এ ছাড়া ডিপিএলেও ছিলেন দারুণ ছন্দে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবুও এই দুই ক্রিকেটারকে রাখা হয়নি স্কোয়াডে।

তবে এই ক্রিকেটাররা দলে জায়গা না পেলেও বিবেচনায় আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘মিরাজ খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার জাতীয় দলের জন্য টেস্ট এবং ওয়ানডেতে বিশেষ করে। বিশ্ব র‍্যাংকিংয়েও শীর্ষে আছে। (টি-টোয়েন্টিতে) এখানে ৫টা বোলার যারা থাকে তাদের ৪ ওভার বল করতেই হবে। এখানে শেখ মেহেদী (হাসান) একটু এগিয়ে আছে।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি মিরাজ আমাদের টি-টোয়েন্টি প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন। তিনি যেকোনো পরিস্থিতিতে যেকোনো সময়ে মানিয়ে নেওয়ার জন্য চমৎকার প্লেয়ার। তাকেও আমরা খেলার মধ্যে রাখব।’

মিরাজকে নিয়ে লিপু আরও বলেছেন, ‘মিরাজ এই মুহূর্তে দলে নেই। তিনি আমাদের সিস্টেমের সাথে থাকবে। পূর্ণাঙ্গ অলরাউন্ডার বলতে ৪ ওভার বল করতে পারেন এবং ব্যাট করতে পারেন অনেকেই আছে। টি-টোয়েন্টি ফরম্যাটে সবাই কিন্তু ওই জায়গাটা দখল করতে এখনো পারেনি।

এদিকে ফর্মের তুঙ্গে থাকা নাঈম শেখের দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক লিপু জানান, ‘নিউজিল্যান্ড ‘এ’ দল কিন্তু নেহায়েত কম শক্তিশালী নয়। এখানে যদি সাদা বলে সুযোগ পায় তাহলে মেধার প্রকাশ ঘটানো যায় টি-টোয়েন্টির চাইতে বেশি। লাল বলেও সে ভালো করেছে। একই ব্যাপার অঙ্কনের ক্ষেত্রেও। তাদের ম্যাচুরিটি কীভাবে গ্রো করা যায়, আন্তর্জাতিকে যাওয়ার আগে নিজেদের শাণিত করার সুযোগ। সামনে আরও ম্যাচ আছে, সুযোগ আসবে ইনশাআল্লাহ।’

এদিকে টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। ক্যারিয়ারে ৪৯টি টি-টোয়েন্টিতে ২২.৮৫ গড়ে ও ১০৮.৩৫ স্ট্রাইক রেটে ৯৬০ রান করেছেন শান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত মৌসুম ভালো কাটেনি শান্তর। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলার পর একাদশ থেকে বাদ দেওয়া হয় তাকে।

সে হিসেবে অনেকেই ধারণা করছিলেন, পাকিস্তান সফরের দল থেকে বাদ পড়তে পারেন শান্ত। তবে তাকে বাদ দেওয়া হয়নি। মূলত অভিজ্ঞতার জন্যই শান্তকে দলে রাখা হয়েছে বলে জানান লিপু।

এ নিয়ে তিনি বলেন, ‘শান্ত আমাদের সাবেক অধিনায়ক ছিলেন এবং দলে অভিজ্ঞতার প্রয়োজন আছে। সেই অভিজ্ঞতা আছে শান্তর। আমাদের দলে সৌম্য সরকার এবং লিটন আছে। যারা ৯০টিরও বেশি ম্যাচ খেলেছে। কিন্তু মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে আমাদের অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় নেই। একটি দলে অভিজ্ঞতার প্রয়োজন আছে।’