ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫

আবারও হারল ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৯:৫৩ এএম
ব্রেন্টফোর্ডের সাথে হারল ম্যানচেস্টার ইউনাইটেড ।। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের ক্লাব ইতিহাসের সবচেয়ে বাজে মৌসুম কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক হারে এমনিতেই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হাতছাড়া হয়েছে দলটির। এবার ব্রেন্টফোর্ডের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পৌঁছেছে দলটি।

রোববার (৪ মে) রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে সাত গোলের নাটকীয় এক ম্যাচে ৪-৩ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

ব্রেন্টফোর্ডের মাঠে আতিথ্য নিতে গিয়ে এ ম্যাচে বড় পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ রুবেন আমোরিম। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আক্রমণভাগ দুর্দান্তভাবে তিনটি গোল আদায় করে নিলেও শেষ পর্যন্ত রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে ৪ গোল হজম করতে হয়েছে তাদের।

প্রিমিয়ার লিগে দীর্ঘদিন জয়ের দেখা না পাওয়া ইউনাইটেড এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলে। ম্যাচের ১৪তম মিনিটে রেড ডেভিলদের এগিয়ে দেন ম্যাসন মাউন্ট।

তবে সেই ধারাবাহিকতা বেশিক্ষণ টেকেনি। ম্যাচের ২৭তম মিনিটে নিজেদের জালেই বল জড়ান ইউনাইটেড ডিফেন্ডার লুক শ। এর ৫ মিনিট পর ব্রেন্টেফোর্ডকে এগিয়ে দেন কেভিন স্ক্যাডি।

প্রথমার্ধের বাকি সময়ে  বড় সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ফলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যান ইউ ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায়। তবে সে সুযোগ হয়ে ওঠেনি। উল্টো দুই গোল হজম করে তারা। ম্যাচের ৭০ ও ৭৪তম মিনিটে ইউনাইডেটের জালে আবারও বল পাঠায় ব্রেন্টফোর্ড।

৩ গোলে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি ইউনাইটেড। ম্যাচের ৮২তম মিনিটে দুর্দান্ত এক গোল করেন ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। এরপর অতিরিক্ত সময়ে ব্রেন্টফোর্ডের জালে বল পাঠান আমাদ। তবে এতে হার এড়াতে পারেনি রেড ডেভিলসরা।

৩৫ ম্যাচ শেষে মাত্র ৩৯ পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছে ১৫ নম্বরে। যা প্রিমিয়ার লিগ ইতিহাসে ক্লাবটির সর্বনিম্ন অবস্থান।