সোমবার, ০৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ১২:১৮ পিএম

এক জার্মানকে নিয়ে তিন জায়ান্টের কাড়াকাড়ি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ১২:১৮ পিএম

এক জার্মানকে নিয়ে তিন জায়ান্টের কাড়াকাড়ি

জার্মান ডিফেন্ডার জোনাথন টাহ ।। ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলতি মৌসুমের শেষ সময় ঘনিয়ে এসেছে। ফলে এখন থেকেই দলবদলের নানা গুঞ্জন শোনা যাচ্ছে। আগামী জুন থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে খেলোয়াড়দের দলবদল।

সেই দলবদলকে কেন্দ্র করে এখন থেকেই সরব ক্লাব ফুটবলাঙ্গন। এরই মধ্যে শোনা যাচ্ছে একজন ডিফেন্ডারকে নিয়ে টানাটানি শুরু করেছে ইউরোপের বড় তিন ক্লাব।

গুঞ্জন উঠেছে, লেভারকুসেনের জার্মান ডিফেন্ডার জোনাথন টাহকে দলে ভেড়ানোর জন্য জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এবং দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ লড়াই শুরু করে দিয়েছে।

জার্মান এই সেন্টারব্যাক গত মৌসুমে লেভারকুসেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চলতি মৌসুমে জাভি আলোনসোর দলের মূল ভরসা ছিলেন তিনি।

চলতি মৌসুমে লেভারকুসেনের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হবে। টাহ নিজেই জানিয়েছেন, ক্যারিয়ারে এবার নতুন কোনো ক্লাবে যেতে চান তিনি। আর সেই নতুন ক্লাব হতে আগ্রহী তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে, টাহকে দলে ভেড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ। ধারণা করা হচ্ছে, চলতি মৌসুম শেষে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়লে লেভারকুসেনের বর্তমান কোচ জাবি আলোনসো আসবেন রিয়ালের ডাগআউটে।

আর তিনি কোচ হয়ে আসলে শিষ্য জোনাথন টাহকে নিয়েই আসতে চান বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

যদিও টাহকে নিয়ে শুরু থেকেই আগ্রহী বার্সেলোনা। বিশেষ করে হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর এ আগ্রহ বেড়ে যায়। হ্যান্সি ফ্লিক জার্মান জাতীয় দলের কোচ থাকা অবস্থায় টাহকে পেয়েছিলেন শিষ্য হিসেবে। সে কারণেই তাকে দলে ভেড়াতে আগ্রহ ছিল স্প্যানিশ ক্লাবের। যদিও গত মৌসুমে তা সম্ভব হয়নি।

এদিকে রিয়াল এবং বার্সেলোনার পাশাপাশি টাহকে দলে ভেড়াতে আগ্রহী জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে ঘরোয়া লিগ শিরোপা জিতলেও ইউরোপিয়ান পর্যায়ে সেমিফাইনাল পর্যন্তই যাওয়া হয়নি বাভারিয়ানদের।

তা ছাড়া আগামী মৌসুমে রক্ষণভাগের শক্তি বাড়াতে চাইবেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। তবে টাহ ছাড়াও বাভারিয়ানদের নজরে আছেন আরেক জার্মান ডিফেন্ডার ফ্লেরিয়ান ভির্টজক। তাকে দলে টানতে এরই মধ্যে ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে বলেও গুঞ্জন আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!