বুধবার, ০৭ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৫:১৮ পিএম

নেইমারের জীবনে ত্রয়ী প্রেম, এবার অপেক্ষা চতুর্থের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৫:১৮ পিএম

নেইমারের জীবনে ত্রয়ী প্রেম, এবার অপেক্ষা চতুর্থের

নেইমার জুনিয়র ও ব্রুনা বিয়ানকার্দি। ছবি: সংগৃহীত

মাঠে না থেকেও নেইমার আলোচনার বাইরে নন। চোটে পড়া যেমন খবর, তেমনি চোট থেকে ফিরে আসাটাও। আর এই দুইয়ের মাঝে সময়টা কাটে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনে। এই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ তো এই নতুন সম্পর্কে জড়াচ্ছেন তিনি।

ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা হওয়ার সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার শুরু করা নেইমার সময়ের সেরাদের একজন তো বটেই, তবে সর্বকালের সেরাদের কাতারে এখনও পৌঁছাতে পারেননি।

তবুও এই ব্রাজিল দলে ৩৩ বছর বয়সী নেইমার যেন শেষ ভরসা। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া কিংবা রদ্রিগো আলো ছড়ালেও, কেউই এখনও নেইমারের অভাব পূরণ করতে পারেননি।

মেসির ছায়া থেকে বের হতে পিএসজিতে যোগ দেওয়া, সেখানে প্রত্যাশা পূরণ না হওয়ায় সৌদি আরবের ক্লাব আল হিলালে পাড়ি জমানো, সেখানেও থিতু হতে না পেরে কৈশোরের ক্লাব সান্তোসে ফিরে আসা—নেইমারের ফুটবল ক্যারিয়ার যেমন উত্থান-পতনে ভরা, তেমনি নাটকীয় তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেমজীবন। প্রেম, বিচ্ছেদ, সন্তান, আবার প্রেম—যেন এক রোমাঞ্চকর সিরিজের চিত্রনাট্য।

নেইমারের প্রথম প্রেমিকা ছিলেন কারোলিনা দান্তাস। ২০১০ সালে, টিনএজ বয়সেই তাদের প্রেম জমে ওঠে। ২০১১ সালে তাদের পুত্র দাভি লুকার জন্ম হয়। তবে তাদের সেই প্রেম বেশিদিন টেকেনি। কিন্তু বন্ধুত্ব আজও অটুট। দুজনেই মিলেমিশে ছেলেকে বড় করছেন, যা আধুনিক সহ-পিতামাতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ।

এরপর নেইমারের জীবনে আসেন ব্রুনা বিয়ানকার্দি, এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং স্টাইল আইকন। ২০২২ সালে শুরু হওয়া প্রেম কিছুদিনের মধ্যেই ভেঙে গেলেও, ফের জোড়া লাগে। ২০২৩ সালের অক্টোবরে তাদের প্রথম কন্যা মাভির জন্ম হয়। কিন্তু নেইমারের জীবনে সবকিছু মসৃণভাবে চলবে, এমনটা ভাবা কঠিন।

মাঠে যেমন ফাউল করেন, তেমনি ব্যক্তিগত জীবনেও বিতর্ক সৃষ্টি করেন নেইমার। ২০২৩ সালের নভেম্বরে ব্রুনার সঙ্গে তার বিচ্ছেদ হয়। তবে ২০২৪ সালের শেষ দিকে তারা আবারও একত্রিত হন, কারণ তাদের দ্বিতীয় কন্যা সন্তান আসছে! অর্থাৎ, নেইমারের চতুর্থ সন্তান।

তৃতীয় সন্তানের কথা ভাবছেন? সেটিও আরেকটি গল্প। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে জানা যায়, ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কন্যা হেলেনার বাবাও নেইমার। ধারণা করা হয়, তখন ব্রুনার সঙ্গে নেইমারের বিচ্ছেদ চলছিল। হেলেনার জন্মের পর ডিএনএ টেস্টের দাবিও তোলেন নেইমার।

যদিও সেই পরীক্ষার ফল আর জানা যায়নি। অ্যামান্ডার সঙ্গেও এখন আর কোনো সম্পর্ক নেই নেইমারের। তবে হেলেনার বাবার দায়িত্ব তিনি পালন করছেন।

বর্তমানে নেইমারের পরিবার যেন একটি ছোটখাটো ফুটবল দল—তিনি নিজে, বান্ধবী ব্রুনা, এবং তাদের সন্তান দাভি, মাভি, হেলেনা ও ব্রুনার গর্ভে থাকা অনাগত সন্তান। তবে নেইমারের জীবনে চমকের শেষ কোথায়, তা বলা মুশকিল!
 

রূপালী বাংলাদেশ

Link copied!