বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৯:৩৮ এএম

ইন্টার পরীক্ষায় ফেল বার্সা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৯:৩৮ এএম

ইন্টার পরীক্ষায় ফেল বার্সা

ইন্টার মিলানের সাথে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলো বার্সেলোনা ।। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে হেরেছে বার্সেলোনা। দুই লেগের এগ্রিগেটে ৭-৬ ব্যবধানে হারতে হয়েছে কাতালানদের।

মঙ্গলবার (৭ মে) ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে ইন্টারের ঘরের মাঠ সান সিরোতে আতিথ্য নেয় বার্সেলোনা। যেখানে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াই হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে শেষ হাসি হাসে ইতালিয়ান জায়ান্টরাই।

এদিন প্রথমার্ধে কিছুটা ম্যাড়ম্যাড়ভাবে শুরু করে দু’দলই। শুরু থেকেই বল দখলে এদিন মনোযোগী ছিল তারা। পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে না পারলেও দেখেশুনেই এগোচ্ছিলো দু’দল।

 ম্যাচের ২০তম মিনিটে ইন্টারের হয়ে ডেডলক ভাঙেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। প্রথম লেগে ইন্টারের হয়ে জোড়া গোল করা ডামফ্রিসের বাড়ানো বল জালে জড়ান তিনি। বার্সা গোলরক্ষক সেজনির তাকিয়ে দেখা ছাড়া সেখানে তেমন কিছুই করার ছিলো না।

প্রথমার্ধে বলার মতো তেমন কোনো আক্রমণ করতে পারেনি কাতালানরা। তবে ম্যাচের ৩৫ মিনিটে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ আসে। তবে ইয়ামালের পাঠানো বল নাগাল পায়নি ফেরান তোরেস। ফলে সমতায় ফেরার সুযোগ হয়নি তার।

প্রথমার্ধের শেষদিকে ডি-বক্সের ভেতরে লাউতারো মার্তিনেজকে ফাউল করে বসেন বার্সা ডিফেন্ডার পাউ কুবার্সি। ফলে পেনাল্টি পেয়ে যায় ইন্টার মিলান। যেখান থেকে দলকে এগিয়ে দেন কালহানোগলু।

বিরতি থেকে ফিরে পুরো বদলে যায় বার্সেলোনা। মুহুর্মুহু আক্রমণে ইন্টারের রক্ষণে কাঁপন ধরায় ইয়ামাল-তোরেসরা।

৬ মিনিটের মধ্যেই ইন্টারের জালে দু’বার বল পাঠিয়ে সমতায় ফেরে কাতালানরা। ৫৪তম মিনিটে বক্সের বাঁ দিক থেকে জেরার্ড মার্টিনের ক্রসে চমৎকার ভলিতে ঠিকানা খুঁজে নেন ডিফেন্ডার এরিক গার্সিয়া।

এরপর ৬০তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। মার্তিনের ক্রসে বক্সে দারুণ হেডে বল জালে পাঠান ওলমো।

সমতায় যাওয়ার পর ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের ভালোই পরীক্ষা নেন ইয়ামাল। তবে সোমারের দৃঢ়তায় বল জড়াতে পারেননি তিনি।

ম্যাচের শেষদিকে রাফিনিয়ার নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন সমের। তবে ফিরতি বল আবার পেয়ে যান ব্রাজিলিয়ান তারকা, এবার জোরাল শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

তবে নাটক তখনও শেষ হয়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নাটকীয়ভাবে সমতায় ফেরে ইন্টার। রক্ষণের দুর্বলতায় গোল হজম করতে হয় বার্সেলোনাকে।

নির্ধারিত সময় শেষে ফলাফল ৩-৩ গোলে (এগ্রিগেট হিসেবে ৬-৬) সমতায় থাকায় ম্যাচ গড়াই অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ম্যাচের ৯৯তম মিনিটে ইন্টারকে ৪-৩ গোলে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ফ্রাত্তেসি। বক্সে মেহদি তারেমির পাসে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই মিডফিল্ডার।

এরপর বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করে বার্সেলোনা। তবে শেষ ইয়ান সোমারের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি কাতালানদের। ফলে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানের হার দেখতে হয়েছে তাদের।

এ হারের ফলে বার্সেলোনার ট্রেবল জয়ের সম্ভাবনারও ইতি ঘটল। এরই মধ্যে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কোপা জিতেছে দলটি। তাছাড়া লা লিগার শীর্ষস্থানও দখল করে রেখেছে এই স্প্যানিশ ক্লাব।

রূপালী বাংলাদেশ

Link copied!