কয়েক সপ্তাহের রাজনৈতিক উত্তেজনার পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে এখন পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জবাবে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী।
দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার মধ্যে এরই মধ্যে বন্ধ হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সকল স্কুল-কলেজ। এছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির কয়েকটি বিমানবন্দর।
দুই দেশের মধ্যে এমন যুদ্ধাবস্থায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে যুদ্ধাবস্থায় ভারতে অবস্থানরত বিদেশি খেলোয়াড়েরা শঙ্কায় আছেন। এদিকে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকিয়ে আছে দেশটির সরকারের দিকে। ধারণা করা হচ্ছে পরিস্থিতি বিবেচনায় বন্ধ হয়ে যেতে পারে আইপিএল।
এ নিয়ে এক সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন, ‘দেশই সবার আগে। সরকার যা যা সিদ্ধান্ত নেবে বিসিসিআই তার পাশে থাকবে। ক্রিকেট সংক্রান্ত সব সিদ্ধান্তও সরকারি সিদ্ধান্ত অনুসারেই নেওয়া হবে।’
আইপিএল চেয়ারম্যান আরও বলেন, ‘পুরো পরিস্থিতির উপর নজর রাখছে আইপিএলের পরিচালন সমিতি। অনেক গুজব, অনেক কথাও শোনা যাচ্ছে। সেসব নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে যদি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, যদি দেশের জন্য কঠোর কোনও সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমরা সেটার জন্য প্রস্তুত। দেশ এবং সরকারের পাশে সবসময় আছি।’
প্রসঙ্গত, আইপিএলের ১৮ তম আসর এখন শেষের দিকে। কোয়ালিফায়ার ও এলিমেনটের ম্যাচ শেষে ২৫ মে বসবে শিরোপা নির্ধারণী ম্যাচ। আজ কলকাতায় চেন্নাইয়ের মুখোমুখি হবে কলকাতা। তবে দুই প্রতিবেশী দেশের যুদ্ধাবস্থার প্রভাব কতটা পড়ে, তা এখন দেখার।
আপনার মতামত লিখুন :