ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে স্বাগতিক নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। শনিবার দশরথ স্টেডিয়ামে শুরু থেকে সমানে সমান লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেয়নি দল দুটি। তবে গোলের আক্রমণ অপেক্ষাকৃত কম দেখা গেছে। তাই গোলের দেখা মেলেনি।
হিমালয়ের দেশটির বিপক্ষে বাংলাদেশ দলে সবশেষ সিঙ্গাপুর ম্যাচের ৫ জন ছিলেন না। শুরু থেকে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া খেলছেন। আছেন স্ট্রাইকার সুমন রেজা। আর তেকাঠির নিচে চোটের কারণে মিতুল মারমার জায়গায় আছেন সুজন হোসেনও।
ম্যাচে বাংলাদেশ ভয় ধরায় ৯ মিনিটে। জামালের ক্রসে তপুর হেড কিরণ জেমজং প্রতিহত করেন। আবার সুযাগ পায় নেপাল। ৩০ মিনিটে ফ্রি কিক থেকে অনন্ত তামাংয়ের ব্যাক হেড পোস্টে ঢোকার মুহূর্তে সুজন হোসেন ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।
৩৯ মিনিটে রহমতের লম্বা থ্রো-ইন থেকে পাওয়া বল গোলকিপার কিরণ প্রতিহত করলে সুমন রেজা পেয়ে বাঁ পায়ে ক্রস বারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।
বিরতির পর শাহরিয়ার ইমন, কাজেম শাহ ও তাজ উদ্দিনরা নামলেও ম্যাচের ফলে কোনো পরিবর্তন হয়নি। খেলা চলেছে অনেকটা আগের মতোই। তবে গোল করার মতো সুযোগ এসেছে কম।
৫৯ মিনিটে তো সাদ উদ্দিন আর একটু হলে লাল কার্ড পেয়েও পাননি। বেঁচে গেছেন। ৭৬ মিনিটে তাজ উদ্দিনের বক্সের বাইরে থেকে বুলেট গতির শট কিরণ কোনমতে আটকে দেন।
আগামী ৯ সেপ্টেম্বর একই মাঠে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন