ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

যুদ্ধবিরতির পর আবার মাঠে আইপিএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৯:১৪ এএম
ছবি : সংগৃহীত

আসরের মাঝপথে বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা আসতেই হাসি ফিরেছে ক্রিকেটভক্তদের মুখে।

এক সপ্তাহের মধ্যে আবার মাঠে গড়াতে চলেছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকেই পুনরায় টুর্নামেন্ট শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, হিমাচলের ধর্মশালায় আর কোনো ম্যাচ হবে না, তবে অন্যান্য শহরগুলোতে আগের পরিকল্পনা অনুযায়ী ম্যাচ চলবে।

ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার জেরে টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় বিসিসিআই আর দেরি না করে আইপিএল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।

এদিকে বিদেশি খেলোয়াড়রা ইতিমধ্যে নিজ নিজ দেশে ফিরে গেলেও এখন তাদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো।