কৃষক লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার করা হয়।
শনিবার (১০ মে) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র গণমাধ্যমকে জানায়, পল্টন থানা পুলিশ সাবেক সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমকে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। আইনজীবী ফারজানা ইয়াসমিন আসামিপক্ষের হয়ে জামিন আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন তাকে।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রমনা থানা পুলিশ। তার আইনজীবীও আদালতে জামিন চেয়ে আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।