ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ইঁদুরনাশক সেবন, প্রাণ গেল দুজনের

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৩:৫২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহত দুজন সম্পর্কে বেয়াই।

রোববার (০৭ ডিসেম্বর) রাতে উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুজনের মধ্যে গতকাল রাতে একজন ও আজ সোমবার (০৮ ডিসেম্বর) সকালে একজন মারা যান। নিহতরা হলেন বানিয়াপাড়া গ্রামের কানকু মিয়া (৪৫) ও পোড়াভিটা গ্রামের কমল মিয়া (৫০)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার (০৭ ডিসেম্বর) দুপুরে কমল মিয়া, বেয়াই কানকু মিয়ার বাড়িতে বেড়াতে যান। সেখানে দুপুরের খাবার শেষে দুজনের গ্যাস্ট্রিকের সমস্যা অনুভূত হলে ওষুধ ভেবে ঘরে থাকা ইঁদুর মারার ওষুধ সেবন করেন।

ট্যাবলেট সেবনের কিছুক্ষণের মধ্যেই তাদের বুকে জ্বালা ও বমি শুরু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে সেদিন রাত ১১টার দিকে কানকু মিয়া ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৮ ডিসেম্বর) সকালে কমল মিয়া মারা যান। এ ঘটনায় নিহতদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, দুই কৃষকের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। উভয় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে নিয়মিত অপমৃত্যুর মামলা হবে।