পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বাধীন দলটি আগামীকাল বুধবার দুই ভাগে ভাগ হয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে টাইগাররা।
সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে এই টি-টোয়েন্টি লড়াই। এই সিরিজ থেকেই মূলত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে টাইগাররা।
লিটন দাসের অধিনায়ক হিসেবে এটিই প্রথম সফর। সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শেখ মেহেদি হাসান।
অধিনায়কত্ব পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, দল নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি তাদের জন্য সহায়ক হবে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উভয় সিরিজকে সামনে রেখেই প্রস্তুতি নিয়েছে। টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল তাদের শেষ অনুশীলন সম্পন্ন করেছেন।