ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

রিয়ালের জার্সিতে এমবাপ্পে ভাঙলেন ৭১ বছরের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৪:৪৮ পিএম
কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

অভিষেক মৌসুমেই একের পর এক কীর্তি গড়ে চলা কিলিয়ান এমবাপ্পে এবার রিয়াল মাদ্রিদের জার্সিতে কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর ৭১ বছর আগের একটি রেকর্ড ভেঙে দিলেন। মায়োর্কার বিপক্ষে গোল করে এই নজির স্থাপন করেন ফরাসি এই ফরোয়ার্ড।

বুধবার রাতে লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ৬৮তম মিনিটে এমবাপ্পের করা সমতাসূচক গোলটিই দলকে ম্যাচে ফিরিয়ে আনে।

এই গোলের সুবাদে রিয়ালের ইতিহাসে অভিষেক মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এমবাপ্পে। এর আগে এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে তিনি স্বদেশী ইবার সামোরানোর অভিষেক মৌসুমে করা ৩৭ গোলের রেকর্ড ভেঙেছিলেন।

অন্যদিকে, মায়োর্কার বিপক্ষে করা গোলটি লা লিগায় তার গোলসংখ্যা ২৮-এ উন্নীত করেছে। রিয়াল মাদ্রিদের দীর্ঘ ইতিহাসে অভিষেক মৌসুমে লা লিগায় এটিই সর্বোচ্চ গোল করার রেকর্ড।

এর আগে এই রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের আরেক কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর দখলে। ১৯৫৩-৫৪ মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর তিনি লা লিগায় ২৭টি গোল করেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা খেলোয়াড়ও এই রেকর্ড স্পর্শ করতে পারেননি।

চলতি লা লিগা মৌসুমে বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকার সামনে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। ফলে, এই রেকর্ডকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ নিঃসন্দেহে তার সামনে খোলা থাকছে।