ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

ইউক্যালিপটাস ও আকাশমনি চারা রোপণ নিষিদ্ধ ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১০:২২ পিএম
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ। ছবি-সংগৃহীত

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৫ মে) বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশগত অঙ্গীকার পূরণে সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রাসী প্রজাতির পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ স্থানীয় জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব গাছ মাটি থেকে অত্যধিক পানি শোষণ করে মাটির আর্দ্রতা হ্রাস করে। এদের পাতায় থাকা টক্সিন মাটিতে পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে। ফলে এ গাছের চারপাশে অন্যান্য গাছ জন্মাতে পারে না। পোকামাকড় ও পাখি বাসা বাঁধে না।

পরিবেশগত ভারসাম্য রক্ষায় দেশীয় প্রজাতির গাছ রোপণে জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রজ্ঞাপনে।