পরিস্কার হিসাব ছিল বার্সেলোনার সামনে। এস্প্যানিয়লকে তাদের মাঠে হারাতে পারলেই লা লিগা চ্যাম্পিয়ন হবে তারা। আর তাই হলো।
এস্প্যানিয়লকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে, বৃহস্পতিবার নিজেদের ২৮তম লা লিগা শিরোপা জয় নিশ্চিত করে ফেলল বার্সেলোনা।
এই জয়ে শুধু লিগ নয়, ফ্লিকের অধীনে প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ) অর্জন করল কাতালান জায়ান্টরা।
রিয়াল মাদ্রিদ আগের দিন মায়োর্কাকে হারিয়ে বার্সার পেছনে লেগেছিল মাত্র ৪ পয়েন্টের ব্যবধানে। তবে ইয়ামালের অসাধারণ গোল এবং এসপানিওলের ১০ জনে পরিণত হওয়ার সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয় বার্সা।
ফলে ২ ম্যাচ হাতে রেখেই ৭ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে ইয়ামাল-রাফিনিয়ারা।৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সা। ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। শেষ দুই ম্যাচ কাতালানরা হেরে গেলেও মাদ্রিদ ক্লাব বাকিগুলো জিতে সাত পয়েন্টের এই ব্যবধান ঘুচাতে পারবে না।
গত রবিবার বার্সেলোনার মাঠে ৪-৩ গোলে হারার পর শিরোপা জেতার জন্য বাকি তিন ম্যাচেই জিততে হতো রিয়ালকে এবং একই সমযে শীর্ষ দল যেন এক পয়েন্টের বেশি না পায়, সেই প্রার্থনা করতে হতো তাদের। কিন্তু ৫৩তম মিনিটে বক্সের ডানপাশ থেকে লামিনে ইয়ামালের বাঁকানো শটে বল জালে জড়ালে মাদ্রিদের শিরোপার আশায় বড় ধাক্কা লাগে। ১৭ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ডের এটি ছিল চলতি মৌসুমে অষ্টম লিগ গোল।
এক গোল করে স্বস্তিতে ছিল না বার্সা। তাদের কাছ থেকে পয়েন্ট উদ্ধারে প্রাণপণে লড়ে গেছে এস্পানিওল। তবে স্টপেজ টাইমের পঞ্চম মিনিটে চলতি লিগ মৌসুমে ইয়ামালের ১২তম অ্যাসিস্টে বক্সের ভেতরে আলগা বল পেয়ে লক্ষ্যভেদ করে জয় নিশ্চিত করেন ফারমিন লোপেজ।
প্রথমার্ধে দুই দলের কেউই সেভাবে কোনও সুযোগ তৈরি করতে পারেনি। বার্সা এই সময়ে ৭৮ শতাংশ সময় বল দখলে রাখলেও লক্ষ্যে কেবল একটি শট নিয়েছিল।
শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে এলো দুই গোল। এর মাঝে এস্পানিওল লাল কার্ডের কারণে হারায় লিয়ান্দ্রো কাবরেরাকে। ৭৯ মিনিটে ইয়ামালকে ফাউল করেন তিনি। ভিএআর দেখে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেন।
চ্যাম্পিযন্স লিগের সেমিফাইনালে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখলেও দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ের গোলে হার মানে বার্সলোনা। তাতে চার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়। তবে এস্পানিওলের মাঠে জয়ে ফ্লিকের দল ঘরোয়া ট্রেবল জিতলো। এই মাসের শুরুতে কোপা দেল রে জয়ের আগে জানুয়ারিতে সুপার কাপ হাতে নিয়েছিল তারা।
একবিংশ শতাব্দিতে এটি বার্সার ১২তম লিগ ট্রফি, যে কোনও স্প্যানিশ দল হিসেবে সবচেয়ে বেশি, যে তালিকায় ৯ ট্রফি নিয়ে দুই নম্বরে রিয়াল। তবে শীর্ষ পাঁচ লিগে বার্সার ওপরে কেবল বায়ার্ন মিউনিখ (১৮)।
কাতালান ক্লাব শুক্রবার সন্ধ্যায় বিজয় মিছিল করার ঘোষণা দিয়েছে। বার্সেলোনা শহরের রাস্তায় ভক্তদের সঙ্গে দলের সাফল্য ভাগ করে নেবেন তারা। আগামী রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে এস্তাদি লুইস কম্পানিসে মৌসুমের শেষ হোম ম্যাচের আগেও গান, আতশবাজির ঝলকানি দেখা যাবে বলে বিবৃতি দিয়েছে ক্লাব। সেই দিনই তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। তারপর ২৫ মে অ্যাথলেটিক ক্লাবের মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সা।