মধ্যপ্রাচ্য সফরে একের পর এক চুক্তি করে যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আশা এই চুক্তিগুলোর মাধ্যমেই ইতিহাস গড়বেন তিনি।
বৃহস্পতিবার (১৫ মে) সংযুক্ত আরব আমিরাত উন্নত মাইক্রোচিপ ব্যবহারের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি এবং জ্বালানি ক্ষেত্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এটিকে আধুনিক সময়ে অন্যতম বৃহৎ বিনিয়োগ প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে।
এর কয়েক ঘণ্টা আগে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে বক্তব্য দেন ট্রাম্প। এর আগের দিন তিনি কাতারের আমিরের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেন।
ট্রাম্প জানান, আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সামরিকঘাঁটি উন্নয়নে কাতার থেকে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে । দুই দেশঘাঁটি উন্নয়নের ক্ষেত্রে প্রায় ৪০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে।
সপ্তাহের শুরুতেই সৌদি আরব থেকে ৬০০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ নিশ্চিত করেছেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, কাতারে স্বাক্ষরিত চুক্তিগুলো থেকে যুক্তরাষ্ট্রে মোট ১.২ ট্রিলিয়ন ডলারের ব্যবসায়িক সুফল আসবে বলে আশা করা হচ্ছে।
এই অভাবনীয় আর্থিক চুক্তিগুলোকে ট্রাম্পের সমর্থকেরা দেখছেন আমেরিকার অর্থনীতির জন্য এক নতুন দিগন্ত হিসেবে। আবার অনেকে এটিকে ট্রাম্পের সম্ভাব্য ভবিষ্যৎ রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রস্তুতির অংশ বলেও মনে করছেন।