ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি এবার চমক দিলেন নতুন এক সাজে। ব্যক্তিগত জীবন কিংবা মন্তব্য নিয়ে প্রায়ই আলোচনায় থাকলেও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার সাজপোশাক ও সৌন্দর্য।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে পরীমণির একটি ভিডিও, যেখানে মোহনীয় রূপে দেখা গেছে এই তারকাকে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জলপাই রঙের শাড়ি, হাতে রেশমি চুড়ি, গলায় ও কানে জমকালো সোনার গয়না আর খোঁপায় সাদা বেলী ফুল- সব মিলিয়ে এক মনোমুগ্ধকর লুকে ধরা দিয়েছেন পরী। এক নজর দেখলেই বোঝা যায়, সাবেকি সাজেও কতটা মোহনীয় হতে পারেন তিনি।
জানা গেছে, সম্প্রতি রাজধানীর একটি নতুন রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন পরীমণি। সেখানেই এই সাজে তাকে ক্যামেরাবন্দি করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরীমণি বলেন, ‘এই মুহূর্তে এটাই আমার সবচেয়ে বড় ব্যস্ততা।’
ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসাতে থাকেন প্রিয় তারকাকে।
কেউ লিখেছেন, ‘অসাধারণ সুন্দরী, পরী তো সত্যিই পরীর মতোই।’
আরেকজন মন্তব্য করেন, ‘নামের সঙ্গে রূপের দারুণ মিল।’
এই ভাইরাল ভিডিওর পাশাপাশি সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে আরেক প্রশ্ন- পরীমণির জামিনদার কে ছিলেন? যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।
প্রসঙ্গত, অভিনয়ের বাইরে পরীমণি প্রায়ই ব্যক্তিগত জীবন, স্টাইল ও মন্তব্যের কারণে আলোচনায় থাকেন। তবে এবারের আলোচনায় এসেছে প্রশংসা ও সৌন্দর্যবোধের ছাপ।