টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের আনালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ‘পাবনা এক্সপ্রেস’ নামের বাসটি ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং উল্টে যায়। এতে অন্তত ১০ যাত্রী আহত হন।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজিমউদ্দিন বলেন, ‘চালকের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে।’