লিগ শিরোপা নিশ্চিত হয়েছে গত সপ্তাহে। তার পরেই ছন্দপতন। রোববার (১৮ মে) চলতি মৌসুমে ঘরের মাঠে শেষ ম্যাচে ভিয়ারিয়ালের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা।
ম্যাচের চতুর্থ মিনিটেই সফরকারীদের এগিয়ে দেন আয়োজে পেরেজ। তবে প্রথম হাফে লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা।
৩৮তম মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরে বার্সেলোনা। গার্সিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বল দেন ইয়ামালের কাছে। বল পায়ে একটু এগিয়ে বাঁ পায়ের ট্রেড মার্ক শটে গোল করেন ১৭ বছর বয়সি এই স্প্যানিশ উইঙ্গার।
প্রথম হাফে বাড়ানো সময়ের চতুর্থ মিনিটে ইয়ামালের শট ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বল জালে পাঠান ফেরমিন লোপেজ। তবে এগিয়ে যাওয়ার উল্লাস বেশিক্ষণ করতে পারেনি বার্সেলোনা। বিরতি থেকে ফিরেই গোল হজম করতে হয় তাদের।
৫০তম মিনিটে পিনোর পাস ধরে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন সান্তি কোমেসানা। এরপর একের পর এক আক্রমণ করে বার্সেলোনা। তবে ভিয়ারিয়ালের রক্ষণ ভাঙতে পারছিল না তারা।
উল্টো ম্যাচের ৮০তম মিনিটে আরেক গোল হজম করে বার্সা। কার্দোনার ক্রসে খুব কাছ থেকে গতিময় শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন তাহন বুকানন। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে বার্সেলোনার মাঠ ছাড়ে ভিয়ারিয়াল।
আপনার মতামত লিখুন :